BJP-তে যোগ দিলেন প্রাক্তন স্পিকার, ভোটের আগে খুশির হাওয়া গেরুয়া শিবিরে

গত এপ্রিল মাসে পাঞ্জাব বিধানসভার প্রাক্তন স্পিকার চরণজিৎ সিং আটওয়াল শিরোমণি অকালি দলের প্রাথমিক সদস্যপদ থেকে পদত্যাগ করেন। চরণজিৎ ২০০৪ থেকে ২০০৯ সাল পর্যন্ত লোকসভার ডেপুটি স্পিকার এবং দু'বার পাঞ্জাব বিধানসভার স্পিকার ছিলেন।

author-image
SWETA MITRA
New Update
bjp.jpg

নিজস্ব সংবাদদাতাঃ আজ শুক্রবার সাত সকালে শক্তিবৃদ্ধি হল বিজেপির (BJP)। এদিন পাঞ্জাব বিধানসভার প্রাক্তন স্পিকার চরণজিৎ সিং আটওয়াল দিল্লিতে গিয়ে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার (JP Nadda) উপস্থিতিতে দলে যোগ দিয়েছেন। ইতিমধ্যে সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এদিকে চরণজিৎ সিং-এর ছেলে ইন্দ্র ইকবাল সিং আটওয়াল জলন্ধর লোকসভা উপনির্বাচনে বিজেপির প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। গত মাসে ৮৬ বছর বয়সী চরণজিৎ সিং আটওয়াল শিরোমণি অকালি দলের (এসএডি) প্রাথমিক সদস্যপদ থেকে পদত্যাগ করেন। উল্লেখ্য, চরণজিৎ সিং আটওয়াল ২০০৪ থেকে ২০০৯ সাল পর্যন্ত লোকসভার ডেপুটি স্পিকার এবং দু'বার পাঞ্জাব বিধানসভার স্পিকার ছিলেন।