/anm-bengali/media/media_files/WiDe5WrsOl9d7K6CA4P3.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ টানা ১ বছরেরও বেশি সময় ধরে চলছে রাশিয়া এবং ইউক্রেন সংঘাত। এই নিয়ে এবার মুখ খুলল ভারত। বিদেশ সচিব বিনয় কোয়াত্রা জানিয়েছে , রাশিয়া-ইউক্রেন সংঘাতের কেন্দ্রবিন্দু ছিল অর্থনৈতিক দিক । উন্নয়নশীল দেশগুলিতে সংঘাতের জেরেই ইউক্রেনের ওপর রাশিয়ার আগ্রাসন। বিদেশ সচিব জানিয়েছেন , নরেন্দ্র মোদী এবং অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর মধ্যে খাদ্য নিরাপত্তা সংক্রান্ত চ্যালেঞ্জ, মুদ্রাস্ফীতির চাপ এবং জ্বালানি সম্পর্কিত অনিশ্চয়তা নিয়ে আলোচনা হয়েছে।
#WATCH | The focus of the discussion with regard to Russia-Ukraine conflict was on the impact of the conflict on various economic dimensions, particularly on developing countries. The challenges particularly relating to food security, the derivative inflationary pressures and the… pic.twitter.com/fGgdAJIuBZ
— ANI (@ANI) May 24, 2023