/anm-bengali/media/media_files/xOtegrQ6nYFc8u8WKeIT.jpg)
নিজস্ব সংবাদদাতা,মেদিনীপুর : রাজ্য প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতায় (Competition) দুটি ইভেন্টে প্রথম হয়েছে কেশিয়াড়ি ব্লকের সাঁতরাপুর গ্রামের বৃষ্টি সিং। তাকে সংবর্ধনা দিল কেশিয়াড়ি স্পোর্টস একাডেমির পক্ষ থেকে। সোমবার সাঁতরাপুর গ্রাম পঞ্চায়েতের সাঁতরাপুর প্রাথমিক বিদ্যালয়ে তাকে সংবর্ধিত করা হল। জলপাইগুড়িতে রাজ্য প্রতিযোগিতা সংগঠিত হয়েছিল গত ১৮ এবং ১৯ শে ফেব্রুয়ারি। দীর্ঘ লম্ফন এবং ২০০ মিটার দৌড় প্রতিযোগিতায় কেশিয়াড়ির সাঁতরাপুর পঞ্চায়েতের সাঁতরাপুর প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্রী বৃষ্টি সিং প্রথম হয়েছে। তার এই জয়ে খুশি সাঁতরাপুর সহ কেশিয়াড়ি এলাকার মানুষ। সোমবার তাকে কেশিয়ার স্পোর্টস একাডেমির পক্ষ থেকে সম্বর্ধনা দেওয়া হলো। বিভিন্ন সামগ্রী দিয়ে তাকে সম্বর্ধিত করা হয়। এছাড়াও কেশারী স্পোর্টস একাডেমির সভাপতি দিব্যেন্দু সিংহ জানান, আমরা এখানে এসে প্রতিশ্রুতি দিলাম যে বৃষ্টি শিং একটি প্রত্যন্ত গ্রামের মেয়ে ,তাকে প্রতিষ্ঠিত করার দায়িত্ব আমাদের আমরা তার বাড়ির সঙ্গে কথা বলে বড় জায়গায় প্রতিষ্ঠিত করতে হবে এমনই বললেন দিব্যেন্দু সিংহ, উপস্থিত ছিলেন।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us