/anm-bengali/media/media_files/Xhdr4e0POPzdl975qpem.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওংয়ের সঙ্গে সাক্ষাৎ করেছেন। ভারতের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন , ' ভারত ও অস্ট্রেলিয়া দ্বিপাক্ষিক সম্পর্কের বাইরে গিয়ে আঞ্চলিক ও বৈশ্বিক পর্যায়ে সহযোগিতা নিয়ে আলোচনা হয়েছে। আমরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অস্ট্রেলিয়ায় শীর্ষ সম্মেলনের দিকে নজর রাখছি।' উল্লেখ্য , ইতিমধ্যেই নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে বসেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী। জানা গেছে , এই বৈঠকে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে।
External Affairs Minister Dr S Jaishankar met Australian FM Senator Penny Wong of Australia.
— ANI (@ANI) May 24, 2023
"The follow-up to the Prime Ministers’ Summit has commenced. India and Australia are increasingly demonstrating their ability to go beyond the bilateral and collaborate at the regional… pic.twitter.com/NaqTsS0SXd