Atreyee Chowdhury Sanyal
আপডেট করা হয়েছে
New Update
/anm-bengali/media/media_files/g3Ar0gMxhTG7CCZUoWb1.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: শেষ হয়ে গেল লাল ব্রিগেডের এক বড় অধ্যায়। প্রয়াত রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। আজ সকাল ৮টা ২০ মিনিট নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে প্রাক্তন মুখ্যমন্ত্রীর বয়স হয়েছিল ৮০ বছর।
/anm-bengali/media/media_files/EYT2L9MqOCYK7uXMBwav.webp)
এদিন ভোররাত থেকে তাঁর শ্বাসকষ্টের সমস্যা ফের বৃদ্ধি পায়। অবস্থার অবনতি হতে থাকে। চিকিৎসকেরা বাড়িতেই তাঁকে সাপোর্ট সিস্টেম দেওয়ার চেষ্টা করেন। কিন্তু সব চেষ্টাকে বিফলে ফেলে পাম অ্যাভিনিউ-এর বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন কমরেড নেতা তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য।
/anm-bengali/media/media_files/yxfebXoImza7SnZ14HPC.jpg)
/anm-bengali/media/media_files/w0YdaC0przn7JTINtnKa.jpg)
/anm-bengali/media/media_files/aoyCAGIMJ6hmn8cNOa5u.webp)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us