শিক্ষা প্রতিষ্ঠানের ৮.২৬ কোটি টাকা বাজেয়াপ্ত করল ED

ইডি এক বিবৃতিতে জানিয়েছে, ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্টের (ফেমা) ৩৭এ ধারায় পিজিয়ন এডুকেশন টেকনোলজি প্রাইভেট লিমিটেডের তহবিল বাজেয়াপ্ত করা হয়েছে।

author-image
SWETA MITRA
New Update
ed.jpg

নিজস্ব সংবাদদাতাঃ আরও বড় পদক্ষেপ নিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। জানা গিয়েছে, ১৯৯৯সালেরফেমাআইনেরআওতায়পিজিয়নএডুকেশনটেকনোলজিইন্ডিয়াপ্রাইভেটলিমিটেডেরমামলায়.২৬কোটিটাকাবাজেয়াপ্তকরেছেইডি।তদন্তেজানাগেছেযেউক্তসংস্থাটিচীনানাগরিকদেরমালিকানাধীনএবংনিয়ন্ত্রিতছিল। সেইসঙ্গেবিজ্ঞাপনব্যয়েরঅজুহাতেসংস্থাথেকে৮২.৭২কোটিটাকাচীনএবংহংকংয়েপাচারকরাহয়েছেবলে অভিযোগ করেছে এনফোর্সমেন্টডিরেক্টরেট। 

ইডি এক বিবৃতিতে জানিয়েছে, ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্টের (ফেমা) ৩৭এ ধারায় পিজিয়ন এডুকেশন টেকনোলজি প্রাইভেট লিমিটেডের তহবিল বাজেয়াপ্ত করা হয়েছে।