New Update
/anm-bengali/media/media_files/zg9RaVjwfR4kaW6AgSVS.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ আবহাওয়া দফতরের পূর্বাভাসকে সত্যি করে ব্যাপক ঝড় বৃষ্টি শুরু হল আন্দামান ও নিকোবরে। কার্যত সবকিছু লণ্ডভণ্ড হয়ে গেছে বলে খবর। এমনকি ঝড় ও বৃষ্টির তীব্রতা দেখে আবহাওয়া দফতরের তরফে লাল সতর্কতা জারি করা হল আন্দামান ও নিকোবরে। এদিকে আপত্তিকর পরিস্থিতি এড়াতে 'মোচা' (Mocha) নিয়ে তৎপর হয়ে উঠেছে বাংলা ও ওড়িশার সরকার। ওড়িশার বিশেষ ত্রাণ কমিশনার সত্যব্রত সাহু জানিয়েছেন, রাজ্য সরকার ইতিমধ্যেই ১৮টি উপকূলীয় ও সংলগ্ন জেলার জেলা ম্যাজিস্ট্রেট এবং ১১টি বিভাগের আধিকারিকদের সতর্ক করে দিয়েছে। অন্যদিকে পশ্চিমবঙ্গে নবান্নের তরফে ঘূর্ণিঝড় মোচা নিয়ে সতর্কতা জারি করা হয়েছে। এর পাশাপাশি লালবাজারে কন্ট্রোল রুম খোলা হয়েছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us