ধেয়ে আসছে 'মোচা', সরানো হল ৪ লাখেরও বেশি মানুষকে

আর কিছুক্ষণের মধ্যেই হয়তো বাংলাদেশ ও মায়ানমার (Myanmar) উপকূলে আছড়ে পড়তে চলেছে সুপার সাইক্লোন 'মোচা' (Cyclone Mocha)। হাওয়া অফিস জানায়, ঘূর্ণিঝড়ের প্রভাবে কক্সবাজার, চট্টগ্রামসহ অন্যান্য উপকূলীয় এলাকায় ব্যাপক বৃষ্টি শুরু হয়েছে।

author-image
SWETA MITRA
New Update
shelter.jpg

নিজস্ব সংবাদদাতাঃ আর কিছুক্ষণের মধ্যেই হয়তো বাংলাদেশ ও মায়ানমার (Myanmar) উপকূলে আছড়ে পড়তে চলেছে সুপার সাইক্লোন 'মোচা' (Cyclone Mocha)। ঘূর্ণিঝড়ের কারণে বাংলাদেশ (Bangladesh) ও মায়ানমারের উপকূলবর্তী এলাকাগুলিতে চরম ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। এদিকে বাংলাদেশের স্থানীয় প্রশাসন জানিয়েছে, ঘূর্ণিঝড়ের কারণে উদ্ভূত যে কোনও জরুরি পরিস্থিতি মোকাবেলায় ২৫০ টিরও বেশি মেডিকেল টিম প্রস্তুত রয়েছে। এছাড়া কক্সবাজার ও চট্টগ্রামের উপকূলীয় এলাকা থেকে এ পর্যন্ত ৪ লাখের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।