/anm-bengali/media/media_files/yequBuqzNDz7LE7m6O8i.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ রাশিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বেলগোরদে ড্রোন হামলার ঘটনা ঘটে । মঙ্গলবার একথা জানালেন বেলগোরদের গভর্নর ভায়াচেস্লাভ গ্ল্যাডকভ। এই হামলার জেরে গ্রেভরন শহরে বেশ কয়েকটি বাড়ি ভেঙে পড়েছে। ইতিমধ্যেই শুরু হয়েছে উদ্ধারকার্য। রুশ প্রশাসন জানিয়েছে ড্রোন হামলায় এখনও পর্যন্ত ৩ জন প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছেন ১০জন। তবে কারা এই ড্রোন হামলা চালালো তা এখনও পর্যন্ত জানা যায়নি। এই ঘটনার নিয়ে এখনও পর্যন্ত কোন মন্তব্য করেনি ইউক্রেনের প্রশাসন। উল্লেখ্য , লাগাতার রাশিয়ায় ড্রোন হামলার ঘটনায় বেশ চিন্তায় পড়েছে প্রশাসন । রাশিয়ায় জারি হয়েছে সতর্কতা ।