/anm-bengali/media/media_files/YxF0FgIljgJuZIdaeeOZ.jpg)
নিজস্ব সংবাদদাতা: একদিকে কর্ণাটকে যখন ঐক্যবদ্ধ হয়ে সরকার গঠন করল কংগ্রেস, অন্যদিকে রাজস্থানে তখন কংগ্রেসের মধ্যে বিভেদ ক্রমশই বৃদ্ধি পাচ্ছে। দুর্নীতি প্রসঙ্গে রাজস্থান সরকারের বিপক্ষে মন্তব্য করে চলেছেন কংগ্রেস নেতা শচীন পাইলট। এবার কংগ্রেস নেতা শচীন পাইলট সরকারের উদ্দেশ্যে বলেছেন, "রাজ্য সরকারকে অবশ্যই দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। আমাদের কাছে এখনও ৬ মাস সময় আছে"। আসন্ন রাজ্য নির্বাচনের পরিপ্রেক্ষিতে রাজস্থান কংগ্রেসে ঐক্যের বিষয়ে শচীন পাইলট বলেছেন, "আমি কারও বিরুদ্ধে অভিযোগ করি না বা ব্যক্তিগত স্তরে কারও সাথে আমার কোনও বিবাদ নেই"।
Rajasthan | "State govt must take action against corruption, we still have 6-month time," says Congress leader Sachin Pilot
— ANI MP/CG/Rajasthan (@ANI_MP_CG_RJ) May 15, 2023
On unity in Rajasthan Congress in view of upcoming state polls, Sachin Pilot says, "Neither I hurl allegations at anyone nor do I have any rift with anyone… pic.twitter.com/C7dt8pTqmF
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us