মমতা-কেজরি সাক্ষাৎ! ফের বেলাগাম দিলীপ

নবান্নে হতে চলা মমতা বন্দ্যোপাধ্যায়-অরবিন্দ কেজরিওয়ালের বৈঠক নিয়ে বোমা ফাটালেন দিলীপ ঘোষ।ফের করলেন বেফাঁস মন্তব্য। এবার কী বললেন তিনি?

author-image
Pallabi Sanyal
23 May 2023
মমতা-কেজরি সাক্ষাৎ! ফের বেলাগাম দিলীপ

নিজস্ব সংবাদদাতা :  ২০২৪-এ লোকসভা নির্বাচনের আগে বিজেপি বিরোধী জোট অটুট রাখতে তৎপরতা বাড়াচ্ছে রাজনৈতিক দলগুলি। মঙ্গলবার নবান্নে হতে চলেছে আরো এক বৈঠক। আসছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। এর আগে বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার ও আর জেডির তেজস্বী যাদব বৈঠক করে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। মমতা-কেজরি মুখোমুখি হওয়ার আগেই তাদের সাক্ষাৎ নিয়ে বোমা ফাটালেন বিজোপি নেতা দিলীপ ঘোষ। তার সোজা কথা, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সামনে যাওয়ার কেউ সাহস পাচ্ছেন না। তাই মুরগি খোঁজা হচ্ছে। কটাক্ষের সুরে খড়গপুরের সাংসদ আরো বলেন, ''গতবার মমতা বন্দ্যোপাধ্যায় লাফালাফি করেছিলেন। মাছ - ভাত খাইয়েও তার  ১২ টা আসন কমে গিয়েছিল। উনি রাজি না হওয়াতেই একেক জন এসে হাওয়া দিচ্ছেন। মমতাকে ময়দানে নামানোর চেষ্টা হচ্ছে। ওনাকে একটু বললেই তো উনি রাজি হয়ে যান। তাই একেক জন করে কলকাতায় আসছেন বোঝাতে। মমতা বন্দ্যোপাধ্যায় বুঝে গিয়েছেন যে প্রধানমন্ত্রীর সামনে গেলেই হাওয়া খারাপ হবে।''