মদনকে নিয়ে মুখ খুললেন দিলীপ

যাদের মন্তব্য বিতর্কের জন্ম দেয়, তাদের মধ্যে অন্যতম দুজন হলেন তৃণমূলের মদন মিত্র ও বিজেপির দিলীপ ঘোষ। মদন মিত্র বনাম এসএসকেএম-এর ঘটনা নিয়ে এবার মুখ খুললেন দিলীপ ঘোষ।

author-image
Pallabi Sanyal
New Update
dilip madan sskm

নিজস্ব সংবাদদাতা :  যাদের মন্তব্য  বিতর্কের জন্ম দেয়, তাদের মধ্যে অন্যতম দুজন হলেন তৃণমূলের মদন মিত্র ও বিজেপির দিলীপ ঘোষ।  মদন মিত্র বনাম এসএসকেএম-এর ঘটনা নিয়ে এবার মুখ খুললেন দিলীপ ঘোষ। তার সাফ কথা, তৃণমূল কংগ্রেসের যারা পুরনো নেতা, তারা এবার বুঝতে পারছেন যে দলে তারা কোণঠাসা হচ্ছেন। যে যেমন পারছেন কাজ করে নিচ্ছেন। কাজ আটকালেই ঝামেলা। কোনো নিয়ম শৃঙ্খলা নেই। সবাই সবার মতো চালাচ্ছে দলটাকে। পার্টির ওপর নিয়ন্ত্রণ নেই কারো। নেতারা জেল যাত্রা থেকে বাঁচতে আদালতের দ্বারস্থ হচ্ছেন।  পার্টিতেই ডামাডোল রয়েছে। পুরনোরা বুঝতে পারছেন কোণঠাসা হচ্ছেন। 

প্রসঙ্গত, চন্দ্রিমা ভট্টাচার্যকে পর্যন্ত ফোন করে এসএসকেএমে রোগী ভর্তি করতে ব্যর্থ হন মদন মিত্র। এসএসকেএমে দালাল রাজ চলা থেকে টাকা নিয়ে পরিষেবা মেলে বলে দাবি করেন কামারহাটির বিধায়ক। এমনকি, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলোচনা করার মতো জায়গায় নেই বলেও মন্তব্য করেছিলেন তিনি। মু্খ্যমন্ত্রীর  নির্দেশে এসএসকেএম হাসপাতালও তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে ভবানীপুর থানায়। হাসপাতালে গুণ্ডামি করেছেন প্রমাণ হলে বিধায়ক পদ ত্যাগ করবেন বলেও চ্যালেঞ্জ ছুঁড়েছেন  মদন। গতকালের ঘটনায় যেমন অস্বস্তিতে পড়েছে দল, তেমনই মদনের মন্তব্যে প্রকাশ পেয়েছে ক্ষোভ। রাজনৈতিক মহলের অনেকেই বলছেন, বেসুরো মদন। পঞ্চায়েত নির্বাচনের আগে মদন-তৃণমূলের  দূরত্ব আরো বাড়ল বলে মনে করা হচ্ছে।