পুলিশের কাছে এক বয়ান! স্বপ্নদীপের মৃত্যুর পর ট্রেনিং দেয় 'দাদা'রা?

নদিয়া থেকে যাদবপুরে পড়তে আসা স্বপ্নদীপের স্বপ্ন অধরা থেকে গেল। সিনিয়রদের অত্যাচারের শিকার প্রথম বর্ষের এই পড়ুয়া? তদন্ত চলছে। রইল নতুন আপডেট।

author-image
Anusmita Bhattacharya
New Update
swapnadeep

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: পুলিশের কাছে সবার বয়ান যেন একই থাকে। যাদবপুরের প্রথম বর্ষের বাংলা বিভাগের ছাত্রের মৃত্যুর পর সিনিয়ররা প্রশিক্ষণ দেয় হোস্টেলের অন্যান্য পড়ুয়াদের। ৩ জনের গ্রেফতারির পর আবার বাড়িতে অভিযান চালিয়ে ৬ জনকে গ্রেফতার করার পর পুলিশের অনুমান জোরালো হচ্ছে যে স্বপ্নদীপ কুণ্ডুর মৃত্যু এক সংগঠিত মৃত্যু।

WhatsApp Image 2023-08-16 at 1.05.37 PM (1)

এই সংগঠিত অপরাধের নেপথ্যে ঠিক কতজন রয়েছে? বাঁধা গৎ-এর বয়ানেই সন্দেহ পুলিশের। 

WhatsApp Image 2023-08-16 at 1.05.37 PM

WhatsApp Image 2023-08-16 at 1.05.38 PM