New Update
/anm-bengali/media/media_files/Snp5dcbYf1gQ2ZBbSeTy.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতা: পুলিশের কাছে সবার বয়ান যেন একই থাকে। যাদবপুরের প্রথম বর্ষের বাংলা বিভাগের ছাত্রের মৃত্যুর পর সিনিয়ররা প্রশিক্ষণ দেয় হোস্টেলের অন্যান্য পড়ুয়াদের। ৩ জনের গ্রেফতারির পর আবার বাড়িতে অভিযান চালিয়ে ৬ জনকে গ্রেফতার করার পর পুলিশের অনুমান জোরালো হচ্ছে যে স্বপ্নদীপ কুণ্ডুর মৃত্যু এক সংগঠিত মৃত্যু।
/anm-bengali/media/media_files/tOSG9gOlYt53t1eJAHs8.jpeg)
এই সংগঠিত অপরাধের নেপথ্যে ঠিক কতজন রয়েছে? বাঁধা গৎ-এর বয়ানেই সন্দেহ পুলিশের।
/anm-bengali/media/media_files/m1HKj67juM6ydVi1Uz9Y.jpeg)
/anm-bengali/media/media_files/W1l1St74YLtChP3ewJIs.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us