Pallabi Sanyal
আপডেট করা হয়েছে
New Update
/anm-bengali/media/media_files/rAkHjAAAsreGGbdV4X8Z.jpg)
প্রতীকী ছবি
নিজস্ব সংবাদদাতা : বিজেপির যুব মোর্চার রাজভবন অভিযানকে কেন্দ্র করে রণক্ষেত্র শহরের প্রণবিন্দু ধর্মতলা। কালিয়াগঞ্জে বিজেপি কর্মীর মৃত্যুতে সরগরম পরিস্থিতি কলকাতায়। শুক্রবার রাজভবন অভিযান কর্মসূচি গ্রহণ করে বিজেপির যুব মোর্চা। এদিকে মিছিল আটকাত তৎপর হয়ে ওঠে পুলিশ। রানি রাসমনি রোডে ব্যাপক ধরপাকড় শুরু হয়। ডোরিনা ক্রসিংয়ে মিছিল আটকাতে ব্যারিকেড স্থাপন করে পুলিশ। যদিও গেরুয়া বাহিনী সেই ব্যারিকেড ভেঙে ফেলে। সঙ্গে জয় শ্রীরাম ধ্বনি দিতে থাকে তারা। ক্রমে পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ বাধে। যানজটের সৃষ্টি হয়। সমস্যায় সাধারণ মানুষ।
#WATCH| West Bengal: BJYM protesters break Police barricade
— ANI (@ANI) April 28, 2023
BJYM (Bharatiya Janata Yuva Morcha) members is marching to Raj Bhavan in Kolkata, in protest over Kaliaganj minor's death case pic.twitter.com/QoJBQ4QhUy
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us