/anm-bengali/media/media_files/vYm2SM6WLEapSOQZhAtg.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ এবার ২০০০ টাকার নোট নিয়ে আজ মঙ্গলবার বড় রায় দিল দিল্লির হাইকোর্ট। এদিন দিল্লির আইনজীবী ও বিজেপি নেতা অশ্বিনী উপাধ্যায়ের দায়ের করা পিটিশনের শুনানি সুরক্ষিত রাখল দিল্লি হাইকোর্ট। অশ্বিনী উপাধ্যায় তাঁর পিটিশনে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI) এবং স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (এসবিআই) বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করেছিলেন যে কোনও পরিচয় বা প্রমাণ ছাড়াই লোকেরা ২০০০ টাকার নোট পরিবর্তন করতে পারে। বিজেপি নেতা তাঁর পিটিশনে বলেছিলেন যে তিনি আরবিআইয়ের পুরো বিজ্ঞপ্তিটিকে চ্যালেঞ্জ করছেন না, তবে কেবল পরিচয় নোট বিনিময়ের অংশকে চ্যালেঞ্জ করছেন। তিনি এটিকে স্বেচ্ছাচারী, অযৌক্তিক এবং বাতিলযোগ্য সিদ্ধান্ত বলে বর্ণনা করেছেন।
Delhi High Court reserves the order on PIL challenging Reserve Bank of India (RBI) and State Bank of India (SBI) notifications, which permits the exchange of #Rs2000CurrencyNotes without obtaining any requisition slip and identity proof. pic.twitter.com/ixpCIE5Foi
— ANI (@ANI) May 23, 2023