/anm-bengali/media/media_files/wj67waZExCVSX3D1efza.jpg)
নিজস্ব সংবাদদাতা: মালদ্বীপের প্রতিরক্ষা মন্ত্রী মারিয়া দিদির আমন্ত্রণে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং মালদ্বীপে সরকারি সফরে এসেছেন। কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ১ থেকে ৩রা মে মালদ্বীপে তিন দিনের সরকারি সফরে যাচ্ছেন। সফরকালে প্রতিরক্ষামন্ত্রী মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রী মারিয়া আহমেদ দিদি ও পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ শহীদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। বৈঠকে দুই দেশের মধ্যে প্রতিরক্ষা সম্পর্কের সার্বিক দিক পর্যালোচনা করা হবে। জানা গেছে , প্রতিরক্ষামন্ত্রী মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সোলিহর সঙ্গেও সাক্ষাৎ করবেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।
"Defence Minister Rajnath Singh arrives on an official visit to the Maldives, on the invitation of his Maldivian counterpart Defence Minister of Maldives, Mariya Didi," tweets Maldives Defence Ministry pic.twitter.com/BYZyNPa9Zj
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us