মালদ্বীপ সফরে গেলেন প্রতিরক্ষামন্ত্রী

মালদ্বীপ সফরে গেলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং । জানা গেছে , এই সফরে দুই দেশের প্রধানের মধ্যে প্রতিরক্ষার বিষয় নিয়ে আলোচনা হবে ।

author-image
New Update
maldiv

নিজস্ব সংবাদদাতা: মালদ্বীপের প্রতিরক্ষা মন্ত্রী মারিয়া দিদির আমন্ত্রণে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং মালদ্বীপে সরকারি সফরে এসেছেন। কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ১ থেকে ৩রা মে মালদ্বীপে তিন দিনের সরকারি সফরে যাচ্ছেন। সফরকালে প্রতিরক্ষামন্ত্রী মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রী মারিয়া আহমেদ দিদি ও পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ শহীদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। বৈঠকে দুই দেশের মধ্যে প্রতিরক্ষা সম্পর্কের সার্বিক দিক পর্যালোচনা করা হবে। জানা গেছে , প্রতিরক্ষামন্ত্রী মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সোলিহর সঙ্গেও সাক্ষাৎ করবেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।