কঙ্গনাকে কটাক্ষ দীপিকার!

এবার দীপিকা পাড়ুকোনকে  অপমান  করার অভিযোগ উঠল কঙ্গনা রানাউতের   বিরুদ্ধে। অভিনেত্রীর পুরনো এক সাক্ষাৎকার নতুন করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। আর তার জেরেই এমনটা মনে করা হচ্ছে।

author-image
New Update
Kanagna

নিজস্ব সংবাদদাতাঃ এবার দীপিকা পাড়ুকোনকে  অপমান  করার অভিযোগ উঠল কঙ্গনা রানাউতের   বিরুদ্ধে। অভিনেত্রীর পুরনো এক সাক্ষাৎকার নতুন করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। আর তার জেরেই এমনটা মনে করা হচ্ছে। কোনও কথা প্রসঙ্গে কঙ্গনা বলেন, “আমার মনে হয় এ দেশে ঠাট্টা-মশকরাকে তেমন গুরুত্ব দেওয়া হয় না। কোনও কারণে লোকজন বড় আবেগপ্রবণ আর মজা বোঝে না। আর মহিলারা ঠাট্টা করলে তো একেবারেই বোঝে না অনেক সময় মজার কিছু বললে শুধু অবাক হয়ে তাকিয়ে থাকে। যেন আমি ঠাট্টা করতে পারি না।” কঙ্গনার এই মন্তব্যে হাসিতে লুটিয়ে পড়েন নিমরত ও বিদ্যা। কিন্তু হাসতে হাসতেই দীপিকা বলে ওঠেন, “হয়তো তোমার কথায় লোকের হাসি পায় না।” দীপিকার কথা শুনে প্রথমে অবাক হয়ে যান কঙ্গনা। পরে তিনি বলেন, “আমি মনে করি ওরা আমার মশকরা বুঝতে পারে না।”