New Update
/anm-bengali/media/media_files/IHy5pwHQdMJhGN3tMZHj.jpg)
প্রতীকী ছবি
নিজস্ব সংবাদদাতা,পাণ্ডবেশ্বর : নববর্ষের দিন সকালেই পাণ্ডবেশ্বর থানার অন্তর্গত শ্যামসুন্দরপুর এলাকার শ্মশানের অদূরে একটা জঙ্গলের গাছে ব্যক্তির ঝুলন্ত দেহ দেখতে পায় প্রাতঃভ্রমণকারীরা। খবর দেওয়া হয় পাণ্ডবেশ্বর থানায়। পাণ্ডবেশ্বর থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায় ।
জানা যায়, মৃত ব্যক্তি নাম অনাথ বন্ধু মাঝি। লাউদোহার ফরিদপুর থানার অন্তর্গত সরপি গ্রামের বাসিন্দা। তিনি ইসিএল-এর কর্মী ছিলেন। বিগত বেশ কয়েক বছর আগে অবসর নেন। নববর্ষের দিন সাত সকালেই শোকের খবর নেমে আসে তার পরিবারে। পুলিশ খবর দেয় মৃতের পরিবারের লোকজনকে । মৃত্যুর পেছনে ঠিক কি কারণ? মানসিক অবসাদ নাকি অন্য কিছু তা খতিয়ে দেখছে পুলিশ।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us