New Update
/anm-bengali/media/media_files/hGb8pXueBHgrZ1HWnxjF.jpg)
নিজস্ব সংবাদদাতা: ওড়িশার বালেশ্বরে করমণ্ডল এক্সপ্রেসে ভয়াবহ দুর্ঘটনায় হু হু করে বেড়ে চলেছে নিহতের সংখ্যা। বর্তমানে ওড়িশার মুখ্য সচিব প্রদীপ জেনা জানিয়েছেন, "ওড়িশার বালাসোরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ২০৭ এবং আহতের সংখ্যা বেড়ে ৯০০ হয়েছে।" এই ভয়াবহ দুর্ঘটনার জেরে মৃতের সংখ্যা আরোও বাড়তে পারে বলে জানিয়েছেন ওড়িশার মুখ্য সচিব। ইতিমধ্যেই আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। উল্লেখ্য , এই ভয়াবহ পরিস্থিতির দিকে নজর রাখছেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক।
"The death toll of the horrific train accident in Odisha's Balasore rises to 207 and 900 injured", confirms Odisha Chief Secretary Pradeep Jena pic.twitter.com/o6IM5pWsYf
— ANI (@ANI) June 2, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us