নিজস্ব সংবাদদাতা : বকেয়া ডিএ-র দাবিতে আন্দোলনের আঁচে এবার সরগরম দিল্লি। আগামীকাল সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি হওয়ার কথা। তার আগে রাজ্যের সরকারি কর্মীদের একাংশ ধর্না-অবস্থান করছেন দিল্লিতে। হকের ডিএ-র দাবিতে আন্দোলনের ৭৪ দিন আজ। দিল্লিতে রাষ্ট্রপতি-উপরাষ্ট্রপতি সহ কেন্দ্রীয় অর্থ ও শিক্ষা মন্ত্রীর কাছে ডেপুটেশন জমা দেবেন আন্দোলনকারীরা।