New Update
/anm-bengali/media/media_files/YIUSRKdgpHw6jWUrAoij.jpg)
নিজস্ব সংবাদদাতা: রাশিয়ানরা পরপর বিমান হামলা চালিয়েছে ইউক্রেনের ভুলেদারে। হামলার ফলে একটি ৯ তলা ভবন ব্যাপক ভাবে ধ্বংস হয়েছে। এছাড়াও হামলা হয়েছে ইউক্রেনের বোহোয়াভলেঙ্কায়। হামলার ফলে বোহোয়াভলেঙ্কার একটি ব্যক্তিগত বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। হামলায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে। ডনেটস্ক আরএমএ-এর প্রধান পাভলো কিরিলেঙ্কো এই বিষয়ে জানিয়েছেন।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us