/anm-bengali/media/media_files/xuO7ySGP6nDXpjXFDYis.jpg)
নিজস্ব সংবাদদাতা: আগামীকাল কর্ণাটক মন্ত্রিসভায় মন্ত্রী হিসাবে শপথ নেবেন ২৪ জন কংগ্রেস বিধায়ক। ইতিমধ্যেই ২৪জন বিধায়কের তালিকা প্রকাশ করেছে কংগ্রেস। শুক্রবার কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া এবং উপমুখ্যমন্ত্রী ডি কে শিবকুমার রাজ্য মন্ত্রিসভার সম্প্রসারণ নিয়ে নয়াদিল্লিতে শীর্ষ কংগ্রেস নেতাদের সঙ্গে বৈঠক করেছেন। অন্যদিকে কর্ণাটকের দায়িত্বপ্রাপ্ত কংগ্রেসের সাধারণ সম্পাদক রণদীপ সুরজেওয়ালা এবং দলের সাধারণ সম্পাদক (সংগঠন) কে সি বেণুগোপালের সঙ্গে দেখা করেন তাঁরা।
List of 24 Congress MLAs who are expected to take oath as the ministers in the Karnataka cabinet, on 27th May#KarnatakaCabinet pic.twitter.com/Cnzf7yP3HB
— ANI (@ANI) May 26, 2023