রাহুল গান্ধীকে নিয়ে বড় খবর! শেষ মুহূর্তে হয়ে গেল রদবদল

সম্প্রতি লন্ডন সফরে গিয়ে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় সরকার ও ভারতীয় গণতন্ত্রের সমালোচনা করে শিরোনামে উঠে আসেন রাহুল গান্ধী। ২০২৩ সালের মার্চ মাসে তিনি লন্ডনে বলেছিলেন যে সবাই জানে যে ভারতীয় গণতন্ত্র চাপের মধ্যে রয়েছে।

author-image
SWETA MITRA
New Update
rahul gandhi.jpg

নিজস্ব সংবাদদাতাঃ আবারও কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে (Rahul Gandhi) নিয়ে বড় তথ্য প্রকাশ্যে এল। জানা গিয়েছে, রাহুলগান্ধীআগামী২৮মেযুক্তরাষ্ট্রেরউদ্দেশেরওনাহবেন।তিনিস্ট্যানফোর্ডইউনিভার্সিটিতেএকটিঅনুষ্ঠানেযোগদেবেনএবং২৯-৩০মেপ্রবাসীভারতীয়দেরসঙ্গেদেখাকরবেন। প্রসঙ্গত, এরআগে৩১মেথেকে১০দিনেরযুক্তরাষ্ট্রসফরেযাওয়ারকথাছিলরাহুলের। যদিও শেষ মুহূর্তে রাহুলের সফরে কিছুটা রদবদল ঘটেছে। অন্যদিকে আগামী ২২ জুন রাষ্ট্রীয় সফরে যুক্তরাষ্ট্রে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় গত সপ্তাহে এক প্রেস বিবৃতিতে জানায়, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে স্বাগত জানাবেন। হোয়াইট হাউসে প্রধানমন্ত্রী মোদীর জন্য একটি নৈশভোজেরও আয়োজন করা হয়েছে।