New Update
/anm-bengali/media/media_files/OolDJ7NEDjeJmsFj62YT.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতা: 'পশ্চিমবঙ্গ দিবস' নিয়ে আলোচনার জন্য এবার সর্বদলীয় বৈঠক ডাকতে চলেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২৯ আগস্ট বিকেল সাড়ে চারটে নাগাদ নবান্ন সভাঘরে হবে এই বিশেষ বৈঠক। পশ্চিমবঙ্গ দিবস পালন নিয়ে ইতিমধ্যেই বিধানসভায় কমিটি তৈরি করেছেন স্পিকার। ১ বৈশাখ দিনটিকে 'পশ্চিমবঙ্গ দিবস' হিসেবে স্বীকৃতি দেওয়া হতে পারে বলে অনুমান করা হচ্ছে।
/anm-bengali/media/media_files/jVPyQ9hjspKvczWuO0m9.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us