New Update
/anm-bengali/media/media_files/rAkHjAAAsreGGbdV4X8Z.jpg)
নিজস্ব সংবাদদাতা: আজ নেতাজি ইনডোর থেকে ইমাম সম্মেলনে এনআরসি নিয়ে প্রতিবাদ জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দাবি করলেন, 'আমার রাজ্যে এনআরসি করতে দিইনি, দেব না। বাংলায় এনআরসি বন্ধ নিয়ে আন্দোলন করছি, অসমে এফআইআর। তৃণমূল কাউকে রেয়াত করে না, হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী মমতা। আগে বলত আধার কার্ড না করলে সন্ত্রাসবাদী, এখন বলছে আধার কার্ডে সব দিও না। সব কিছু নিয়ে এখন কেন বলছে আধার কার্ডে সব কিছু দিও না?'
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us