/anm-bengali/media/media_files/2WoNEPUVCEh8bHAaE1PQ.webp)
নিজস্ব সংবাদদাতা: দুর্গাপুজো নিয়ে আজ নেতাজি ইনডোরে পুজো কমিটিগুলোর সঙ্গে বৈঠকে বসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানালেন যে বাংলায় প্রায় ৪০ হাজার পুজো হয় যার মধ্যে ৩ হাজার পুজো হয় শুধুমাত্র কলকাতায়। বলেন যে পুজো শুধু পুজো নয়, গরিব মানুষের আয়েরও উৎস। দাবি করলেন যে এখন পুজো থেকে আয় বেড়ে প্রায় ৬০ হাজার কোটি টাকা হয়েছে। পাশাপাশি কী কী মাথায় রাখতে হবে পুজো কমিটিগুলোকে সেটাও নির্দিষ্ট করে বলে দিলেন তিনি। 'দুর্গাপুজোয় কোনও অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে। বোনেদের রক্ষা করার দায়িত্ব ভাইদের', নারী সুরক্ষায় জোর দেওয়ার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানালেন, 'পুলিশ কন্ট্রোল রুম 24X7 কাজ করবে। প্রতিটি মন্ডপে অগ্নি নির্বাপন ব্যবস্থা নিশ্চিত করতে হবে'। এছাড়াও এবার দুর্গাপুজোয় লোকশিল্পীদের বেশি করে সামিল করার পরামর্শ দিলেন মুখ্যমন্ত্রী।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us