/anm-bengali/media/media_files/d2Q7CZ3MPjDlARPkbdEL.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ চলতি মাসেই দফায় দফায় দুই গোষ্ঠীর সংঘর্ষের জেরে উত্তপ্ত হয়ে ওঠে মণিপুর (Manipur) রাজ্য। যদিও রাজ্যে এবার শান্তি ফিরিয়ে আনার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী এন বিরেন সিং। তিনি আজ রবিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান ‘অতীতে যা হওয়ার হয়ে গিয়েছে।এখনআমাদেরমিশন হলমণিপুররাজ্যেস্বাভাবিকঅবস্থাফিরিয়েআনা। বর্তমানে দুইসম্প্রদায়েরমধ্যেকোনওলড়াইহয়নিএবং আগামী দিনে আর হবেও না বলে আশা করছি। মানুষসরকারেরসাথেরয়েছে, যখনইসরকারকিছুকরারচেষ্টাকরবে, প্রতিরোধএবংগ্রহণযোগ্যতাউভয়ইথাকবে।‘ উল্লেখ্য, গত ১৮ দিন ধরে মোবাইল ইন্টারনেট সেবা বন্ধ থাকায় জনজীবনও বিপর্যস্ত হয়ে পড়েছে মণিপুর রাজ্যে। শুধু তাই নয়, গত ৩ মে থেকে ইন্টারনেট সেবা বন্ধ থাকায় গুরুত্বপূর্ণ ব্যাংকিং, সরকারি ও বেসরকারি সেবা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
অল ট্রাইবাল স্টুডেন্টস ইউনিয়ন অফ মণিপুরের ডাকা 'আদিবাসী সংহতি মিছিল' চলাকালীন রাজ্যের ১০টিরও বেশি জেলায় হিংসার ঘটনা ঘটে। এরপর শান্তি বজায় রাখতে গত ৩ মে মোবাইল ইন্টারনেট সেবা বন্ধ করে দেয় ক্ষমতাসীন বিজেপি সরকার। দেখুন ভিডিও...
#WATCH | Imphal..."Past is past, now our mission is to restore normalcy in the state of Manipur. There was no fight between the communities & there shouldn't be any, it is with the govt, whenever the govt tries to do something, both resistance and acceptance will be there...": CM… pic.twitter.com/WCV8J76G7s
— ANI (@ANI) May 21, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us