/anm-bengali/media/media_files/eRwKPR541x5PC973doU5.jpg)
নিজস্ব সংবাদদাতা: রাশিয়ার সঙ্গে আচমকাই বৈঠকে বসলো চীন। বৃহস্পতিবার রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে শুক্রবার মস্কোয় বৈঠক করবেন চীনের রাষ্ট্রদূত লি হুই। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে এই বৈঠকে ইউক্রেন ইস্যু নিয়ে আলোচনা করবে রাশিয়া। ইতিমধ্যেই এই বৈঠককে ঘিরে তৈরী হয়েছে উত্তেজনা। তবে আজ কি কি বিষয় নিয়ে আলোচনা হবে তা এখনও পর্যন্ত জানা যায়নি। উল্লেখ্য , রাশিয়া এবং চীনের এই বৈঠক নিয়ে বেশ চিন্তায় পড়েছে ইউক্রেন।
#BREAKING China's Ukraine envoy to visit Moscow on Friday for talks: Russian foreign ministry pic.twitter.com/22XhI7OTpp
— AFP News Agency (@AFP) May 25, 2023