BREAKING: অবশেষে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বসছে CCTV

এত বড় বিশ্ববিদ্যালয় চত্বর তবু নেই একটাও সিসিটিভি। ছাত্রের মৃত্যুর পর সিসিটিভি থাকলে অন্তত সেই ফুটেজ দেখে অভিযুক্তদের ধরা যেত বলে অনুমান করেছিল অনেকেই।

author-image
Anusmita Bhattacharya
New Update
Breaking News

নিজস্ব সংবাদদাতা: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বা মেইন হোস্টেলে নেই কোনও সিসিটিভি। প্রথম বর্ষের পড়ুয়ার রহস্যমৃত্যুর পরেই তাই বাকিদের সুরক্ষা নিশ্চিত করতে সিসিটিভি বসানো নিয়ে উঠেছিল দাবি। এবার এই নিয়ে বড় সিদ্ধান্ত নেওয়া হল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফে।

ক্যাম্পাসে সিসিটিভি ক্যামেরা কবে বসবে? এখনও জানতে পারলেন না রেজিস্ট্রার। শুধু নিজেদের উদ্যোগে কয়েকটি নির্দিষ্ট জায়গায় আপাতত সিসিটিভি ক্যামেরা বসানোর আশ্বাস দেওয়া হল। এই মুহূর্তে শুধুমাত্র গেটে বসানো হবে সিসিটিভি। অর্থাৎ ছাত্রের প্রাণের বিনিময়ে অবশেষে ঘুম ভাঙল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের।