/anm-bengali/media/media_files/77KnyOsdyqBs0PEKI2S2.jpg)
নিজস্ব সংবাদদাতা: জেলবন্দি কুন্তলকে জেরা করতে এবার প্রেসিডেন্সি জেলে সিবিআই। চিঠি মামলায় অভিষেকের পর এবার কুন্তল ঘোষকে জেরা সিবিআইয়ের। 'অভিষেকের নাম বলতে চাপ দিচ্ছে কেন্দ্রীয় এজেন্সি', বলেছিলেন কুন্তল। কুন্তল নিজে চিঠি লিখেছিলেন নাকি তাঁকে দিয়ে চিঠি লেখানো হয়েছিল? জেরায় এবার সেটাই জানতে চাইবেন সিবিআই আধিকারিকরা। প্রশ্ন উঠেছে যে শহীদ মিনারে অভিষেকের দাবির পরের দিনই কীভাবে একই কথা বললেন কুন্তল? এর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গত শনিবার নিজাম প্যালেসে প্রায় সাড়ে ঘণ্টা জেরা করেছে সিবিআই। কুন্তলকে জেরা করার সময়ে অভিষেকের সিবিআইয়ের কাছে দেওয়া বয়ান কুন্তলের সামনে রাখা হবে বলে জানা গেছে।