নিজস্ব সংবাদদাতা: লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা না হলেও এখন থেকেই লোকসভা নির্বাচন নিয়ে ভারতে চর্চা তুঙ্গে রয়েছে। এবার পরের বছর কোন মাসে হতে পারে লোকসভা নির্বাচন সেই বিষয়ে ধারণা দিল কংগ্রেস। কংগ্রেস জানিয়েছে, পরের বছর এপ্রিল বা মে মাসে হতে পারে লোকসভা নির্বাচন। লোকসভা নির্বাচনে মোদী সরকারকে হারানোর ক্ষেত্রে আশাবাদী কংগ্রেস। এছাড়াও ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, মিজোরাম, রাজস্থান এবং তেলেঙ্গানার নির্বাচনে জয়ের ক্ষেত্রেও আশাবাদী কংগ্রেস।