ব্রেকিংঃ ভয়াবহ ! ট্রেনের ধাক্কায় মৃত ২ স্কুল পড়ুয়া

পড়ুয়াদের মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

author-image
Adrita
18 Nov 2023
New Update
breakinganm

নিজস্ব সংবাদদাতাঃ ট্রেনের ধাক্কায় মৃত্যু হল ২ স্কুল পড়ুয়ার। জানা গিয়েছে, ট্রেন লাইনের ধারে বসে মোবাইলে ভিডিও গেম খেলছিল ওই দুই পড়ুয়া। অন্যমনস্ক থাকায় ট্রেন আসার আওয়াজ পায়নি তারা। ফলে অকালে খোয়াতে হল প্রাণ। 

hiren

জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে নদিয়ার নাকাশিপাড়ার লোহাগাছা রেলগেটের কাছে। মৃত সাবির শেখ (১৯) এবং সোহন মণ্ডল (২১) যথাক্রমে একাদশ ও দ্বাদশ শ্রেণির ছাত্র। স্থানীয় সূত্রে খবর, রেললাইনের ধারে বসে ইয়ারফোন গুঁজে মোবাইল ফোনে ভিডিয়ো গেম খেলতে মত্ত ছিল দুই বন্ধু। কলকাতা থেকে লালগোলাগামী আপ ধনধান্য এক্সপ্রেসের ধাক্কায় ঘটনাস্থলেই দুই স্কুল পড়ুয়ার মৃত্যু হয়। 

hiring.jpg