ব্রেকিং: প্রথম প্রধানমন্ত্রী হিসাবে ফ্রান্সের সর্বোচ্চ সম্মান পেলেন মোদী

ফ্রান্সের সর্বোচ্চ সম্মান পেলেন মোদী। তাকে 'গ্র্যান্ড ক্রস অফ দ্য লিজিয়ন অফ অনার' সম্মান প্রদান করা হয়েছে। 

author-image
Aniket
আপডেট করা হয়েছে
New Update
k

নিজস্ব সংবাদদাতা: ফ্রান্সে ২ দিনের সফরে রয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সম্মানের তালিকায় আরও এক সম্মান যুক্ত হল। ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোঁ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে 'গ্র্যান্ড ক্রস অফ দ্য লিজিয়ন অফ অনার' প্রদান করেছেন। সামরিক বা বেসামরিক আদেশে এটি সর্বোচ্চ ফরাসি সম্মান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীই হলেন প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী যিনি এই সম্মান পাবেন। অতীতে 'গ্র্যান্ড ক্রস অফ দ্য লিজিয়ন অফ অনার' সারা বিশ্ব থেকে নির্বাচিত বিশিষ্ট নেতা এবং বিশিষ্ট ব্যক্তিত্বরা গ্রহণ করেছেন। যাদের মধ্যে রয়েছে দক্ষিণ আফ্রিকার প্রাক্তন রাষ্ট্রপতি নেলসন ম্যান্ডেলা, রাজা চার্লস - তৎকালীন প্রিন্স অফ ওয়েলস, জার্মানির প্রাক্তন চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল, বুট্রোস বুট্রোস-ঘালি এবং জাতিসংঘের সাবেক মহাসচিব প্রমুখ।

e

ফ্রান্স প্রদত্ত এই সম্মানটি প্রধানমন্ত্রী মোদীকে দেওয়া বিভিন্ন দেশ কর্তৃক প্রদত্ত শীর্ষ আন্তর্জাতিক পুরষ্কার এবং সম্মানের সিরিজের মধ্যে আরেকটি। এর মধ্যে রয়েছে ২০২৩ সালের জুন মাসে প্রাপ্ত মিশরের 'অর্ডার অফ দ্য নীল', ২০২৩ সালের মে মাসে প্রাপ্ত পাপুয়া নিউ গিনির 'কম্প্যানিয়ন অফ দ্য অর্ডার অফ লোগোহু', ২০২৩ সালের মে মাসে প্রাপ্ত 'কম্প্যানিয়ন অফ দ্য অর্ডার অফ ফিজি', ২০২৩ সালের মে মাসে প্রাপ্ত 'পালাউ প্রজাতন্ত্রের ইবাকল অ্যাওয়ার্ড'৷ ২০২১ সালে ভুটানের দ্বারা প্রদত্ত ড্রুক গ্যালপো, ২০২০ সালে মার্কিন সরকার কর্তৃক প্রদত্ত 'লিজিয়ন অফ মেরিট', ২০২১৯ সালে বাহরাইনের রাজার দেওয়া বিশেষ সম্মান 'হামাদ অর্ডার অফ দ্য রেনেসাঁ', ২০১৯ সালে মালদ্বীপ কর্তৃক প্রদত্ত সম্মান 'অর্ডার অফ দ্যা ডিস্টিংগুউইসড রুল অফ নিশান ইজ্জুদ্দিন', রাশিয়া কর্তৃক 'অর্ডার অফ সেন্ট অ্যান্ড্রু' পুরস্কার।

২

২০১৯ সালে সংযুক্ত আরব আমির শাহী দ্বারা প্রদত্ত 'অর্ডার অফ জায়েদ' অ্যাওয়ার্ড, ২০১৮ সালে প্রাপ্ত 'গ্র্যান্ড কলার অফ দ্য স্টেট অফ প্যালেস্টাইন অ্যাওয়ার্ড', ২০১৬ সালে আফগানিস্তান থেকে প্রাপ্ত বিশেষ সম্মান 'স্টেট অর্ডার অফ গাজী আমির আমানুল্লাহ খান' এবং ২০১৬ সালে সৌদি আরবের 'অর্ডার অফ আবদুল আজিজ আল সৌদ'। উল্লেখ্য, ইতিপূর্বে ফ্রান্সে বসবাসরত প্রবাসী ভারতীয়দের প্রতি বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই বার্তায় প্রধানমন্ত্রী ভারত ও ফ্রান্সের ভবিষ্যতের একাধিক পদক্ষেপের বিষয়ে বার্তা দিয়েছেন। যার মধ্যে অন্যতম ভারতীয় টাকায় ফ্রান্সে লেনদেন। 

kk