নিজস্ব সংবাদদাতা: তেলেঙ্গানায় সিডব্লিউসি বৈঠকের বিষয়ে এবার বার্তা দিয়েছেন কর্ণাটকের উপমুখ্যমন্ত্রী তথা কংগ্রেস নেতা ডিকে শিবকুমার। তিনি জানিয়েছেন তেলেঙ্গানায় কংগ্রেসের এজেন্ডা কেসিআরকে হারিয়ে জয় পাওয়া। তিনি বলেছেন, "একমাত্র এজেন্ডা হল তেলেঙ্গানায় কংগ্রেস পার্টিকে জিততে হবে। অন্য কোন এজেন্ডা নেই"। এছাড়াও তিনি ইন্ডিয়া জোটের জয়ের বিষয়েও বার্তা দিয়েছেন।
#WATCH | Hyderabad, Telangana: On CWC meeting, Karnataka Dy CM D K Shivakumar says," The only agenda is that INDIA has to win...The Congress Party in Telangana has to win...There is no other agenda..." pic.twitter.com/MtHS4PFCPm