New Update
/anm-bengali/media/media_files/2WoNEPUVCEh8bHAaE1PQ.webp)
নিজস্ব সংবাদদাতাঃ সল্টলেকের CGO কমপ্লেক্সে এসে পৌঁছেছেন ED ডিরেক্টর রাহুল নবীন।
সূত্র মারফত জানা গিয়েছে যে, ইডি-র ডিরেক্টর রাহুল নবীন আজ কলকাতার সিজিও কমপ্লেক্সে তাঁর আধিকারিকদের সঙ্গে একটি গোপন বৈঠক করার কথা রয়েছে৷ বৈঠকে কেন্দ্রীয় সংস্থার প্রধানকে সন্দেশ তাদের কর্মকর্তাদের ওপর হামলার বিষয়ে অবহিত করা হবে। এই গুরুত্বপূর্ণ সভায় উপস্থিত থাকতে বিশেষ পরিচালক ও অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তাদের তলব করা হয়েছে।
#WATCH | Kolkata, WB: ED Director Rahul Navin reaches the CGO complex at Salt Lake. pic.twitter.com/EjTkgwj1YT
— ANI (@ANI) January 9, 2024
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us