ব্রেকিং: দিল্লি বিমানবন্দরের বাইরে বিজেপি সমর্থকদের ভিড়

দিল্লি বিমানবন্দরের বাইরে বিজেপি সমর্থকরা ভিড় জমিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশে ফিরছেন। 

author-image
Aniket
25 May 2023
ব্রেকিং: দিল্লি বিমানবন্দরের বাইরে বিজেপি সমর্থকদের ভিড়

নিজস্ব সংবাদদাতা: রাত বাড়ছে, তবে দিল্লি বিমানবন্দরের বাইরের বিজেপি সমর্থকরা ভিড় জমিয়েছেন। আজ দেশে ফিরছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি জাপান, পাপুয়া নিউগিনি এবং অস্ট্রেলিয়ায় সফর শেষ করেছেন। জাপান, পাপুয়া নিউগিনি এবং অস্ট্রেলিয়ায় তার তিন দেশ সফর শেষ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিল্লির পালাম বিমানবন্দরে পৌঁছবেন। প্রধানমন্ত্রী মোদীকে স্বাগত জানাতে বিমানবন্দরের বাইরে জড়ো হয়েছেন বিজেপি সমর্থকরা। বিজেপি সমর্থকরা ইতিমধ্যেই নাচ, গান শুরু করেছেন। উল্লেখ্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রথমে জাপান সফর করেন। জাপানের হিরোশিমায় জি-৭ বৈঠকে যোগ দেন প্ৰধানমন্ত্ৰী নরেন্দ্র মোদী। জি-৭ বৈঠক শেষ করে তিনি পাপুয়া নিউ গিনিতে সফর করেন। পাপুয়া নিউ গিনিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে প্রথা ভেঙে বিশেষ আহ্বান জানানো হয়। প্রসঙ্গত, পাপুয়া নিউ গিনিতে সূর্যাস্তের পর সেই দেশে যাওয়া কোনও নেতাকে আনুষ্ঠানিকভাবে  স্বাগত জানানো হয়না। তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আনুষ্ঠানিক ভাবে স্বাগত জানান পাপুয়া নিউ গিনির প্রধানমন্ত্রী জেমস মারাপে। পাপুয়া নিউ গিনিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এফআইপিআইসি বৈঠকে অংশ নেন। এফআইপিআইসি বৈঠক শেষ করে অস্ট্রেলিয়ায় সফর করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অস্ট্রেলিয়ার সিডনিতে প্রবাসী ভারতীয়দের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। সিডনিতে তার সাক্ষাৎ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অ্যান্টনি আলবেনিজ। অনুষ্ঠানের পর সিডনির শহরতলির হ্যারিস পার্কের নাম পরিবর্তন করে 'লিটল ইন্ডিয়া' করা হয়। বর্তমানে তিনি তিন দেশের সফর শেষ করে ভারতের উদ্দেশ্যে রওনা হয়েছেন। এবার তাকে সাড়ম্বরে আহ্বান জানাতে বিশাল আয়োজন করেছে বিজেপি সমর্থকরা।