ব্রেকিং: বড় সাফল্য পুলিশের

নকশালদের আটকাতে বড় সাফল্য পেল পুলিশ। দুইজনকে গ্রেফতার করা হয়েছে। 

author-image
Aniket
26 May 2023
ব্রেকিং: বড় সাফল্য পুলিশের

নিজস্ব সংবাদদাতা:  নকশালদের আটকাতে বড় সাফল্য পেল ঝাড়খণ্ড পুলিশ। দুইজন নকশাল সহযোগীকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের নাম ললিত খেরওয়ার এবং শিবনারায়ণ সিং।

k

ধৃত ললিত খেরওয়ার এবং শিবনারায়ণ সিং নিষিদ্ধ নকশাল সংগঠন পিপলস লিবারেশন ফ্রন্ট অফ ইন্ডিয়ার (পিএলএফআই) সহযোগী। ধৃতদের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও কার্তুজ উদ্ধার করা হয়েছে। এই বিষয়ে জানিয়েছেন, ঝাড়খণ্ডের খুন্তির এসপি আমান কুমার।