/anm-bengali/media/media_files/YHxexyYX44u3Nz66QjLN.jpg)
নিজস্ব সংবাদদাতা: নকশালদের আটকাতে বড় সাফল্য পেল ঝাড়খণ্ড পুলিশ। দুইজন নকশাল সহযোগীকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের নাম ললিত খেরওয়ার এবং শিবনারায়ণ সিং।
ধৃত ললিত খেরওয়ার এবং শিবনারায়ণ সিং নিষিদ্ধ নকশাল সংগঠন পিপলস লিবারেশন ফ্রন্ট অফ ইন্ডিয়ার (পিএলএফআই) সহযোগী। ধৃতদের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও কার্তুজ উদ্ধার করা হয়েছে। এই বিষয়ে জানিয়েছেন, ঝাড়খণ্ডের খুন্তির এসপি আমান কুমার।
Jharkhand | Lalit Kherwar and Shivnarayan Singh, two associates of banned Naxal organisation People's Liberation Front of India (PLFI) were arrested. A huge cache of arms, cartridges was recovered: Aman Kumar, SP, Khunti pic.twitter.com/xSmol0Tdij
— ANI (@ANI) May 25, 2023