মনোমালিন্য! উদ্ধার দাদা ও বোনেদের দেহ

লাউদোহায় অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হল তিন জনের।

author-image
Pallabi Sanyal
27 May 2023
মনোমালিন্য! উদ্ধার দাদা ও বোনেদের দেহ

নিজস্ব সংবাদদাতা : লাউদোহায় অগ্নিদগ্ধ  হয়ে মৃত্যু হল তিন জনের। সম্পর্কে তারা ভাই-বোন। তিনজনের মধ্যে একজন দাদা, বাকি দুজন বোন। নিহত মঙ্গল সোরেনের পরিচয় সিভিক ভলেন্টিয়ার। তার এক বোন কলকাতায় নারসিংয়ের কাজ করতেন। দুই বোনের বিয়ে নিয়ে দুশ্চিন্তায় ছিলেন দাদা। স্থানীয় সূত্রে এমনটাই খবর।  তদন্তে নেমে পুলিশের প্রথমিক অনুমান, মঙ্গলের বিয়ে ঠিক হয়ে গিয়েছিল। এদিকে বোনেদের বিয়ে দেওয়া নিয়ে ছিলেন চিন্তায়। এ নিয়ে মনোমালিন্যের জেরেই আত্মহাতী হয়েছে তারা।