New Update
/anm-bengali/media/media_files/2025/05/11/cPa2ddoZdnnk5gIAKrre.jpg)
নিজস্ব সংবাদদাতা : বেলুচিস্তানে বড়সড় হামলার দাবি করল বেলুচ লিবারেশন আর্মি (BLA)। সংগঠনটি জানিয়েছে, তারা একযোগে ৩৯টি স্থানে সমন্বিত হামলা চালিয়েছে এবং এই অপারেশন এখনও চলছে। এক প্রেস বিবৃতিতে তারা জানায়, এসব হামলার পেছনে রয়েছে একাধিক কৌশলগত উদ্দেশ্য।
এই ঘটনার পর অঞ্চলজুড়ে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে। কোথাও কোথাও নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষ চলছে বলেও দাবি করেছে বিএলএ। প্রশাসনের পক্ষ থেকে বাড়ানো হয়েছে নিরাপত্তা, নজরদারি চালানো হচ্ছে বিভিন্ন স্পর্শকাতর এলাকায়। বিস্তার রোধে কিছু এলাকায় ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে স্থানীয় ও কেন্দ্রীয় প্রশাসন।