/anm-bengali/media/media_files/cNXrmbpecAt6GHuxHO2I.jpg)
প্রতীকী ছবি
নিজস্ব সংবাদদাতা : দ্বাদশ দিনে তৃণমূলের নবজোয়ার যাত্রা। মুর্শিদাবাদের রানিনগরে জনসভা করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন বকেয়া ১০০ দিনের কাজের টাকা সহ বাংলার প্রতি বঞ্চনার অভিযোগে আরো একবার সুর চড়ান অভিষেক। বলেন, 'বিজেপি ভাইরাস হলে তৃণমূল ভ্যাকসিন'। সাগরদিঘিতে কংগ্রেসের বায়রন বিশ্বাসের জয়ে বিজেপির হাত মজবুত হয়েছে বলে নিশানা করেন অভিষেক। সেই সঙ্গে রাজ্যের বিরোধী দলনেতাকে বিবেকহীন বলে কটাক্ষ করে বলেন, 'কনভয়ের ধাক্কায় একজনকে আহত হতে দেখেও হাসপাতালে নিয়ে গেল না।মানুষের বুকের ওপর দিয়ে গাড়ি চালিয়ে চলে যাচ্ছে বিরোধী দলনেতা। সাগরদিঘিতে কংগ্রেসের জয়ে অক্সিজেন পেয়েছে বিজেপি। আগেই বলেছিলাম কংগ্রেসকে ভোট দেওয়া মানে বিজেপিকে ভোট দেওয়া।' তৃণমূল কারো সামনে মাথা নত করবে না বলেও উঁচু গলায় বলতে শোনা যায় ডায়মণ্ডহারবারের সাংসদকে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us