পিএম মানে 'পাল্টিমার', BJP-তে যোগ দিয়েই বিস্ফোরক মন্তব্য নেতার

অপেক্ষার অবসান ঘটিয়ে আজ বৃহস্পতিবার বিজেপিতে (BJP) যোগ দেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী এবং জেডি (ইউ) এর প্রাক্তন সভাপতি আরসিপি সিং। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের উপস্থিতিতে তিনি (RCP Singh) বিজেপিতে যোগ দেন।

author-image
SWETA MITRA
New Update
bjp bihar.jpg

 নিজস্ব সংবাদদাতাঃ অপেক্ষার অবসান ঘটিয়ে আজ বৃহস্পতিবার বিজেপিতে (BJP) যোগ দেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী এবং জেডি (ইউ) এর প্রাক্তন সভাপতি আরসিপি সিং। এদিন দিল্লিতে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের উপস্থিতিতে তিনি (RCP Singh) বিজেপিতে যোগ দেন। এদিকে বিজেপিতে যোগ দেওয়ার পর আরসিপি সিং নীতীশ কুমার ও তাঁর সরকারকে কড়া ভাষায়  আক্রমণ করেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে আরসিপি সিং বলেন, 'সবাই নীতীশ কুমারকে পিএম বলে ডাকে। আমিও তাঁকে বলেছিলাম যে আপনি পিএম ছিলেন, আছেন এবং আগামী দিনেও থাকবেন। পিএম মানে 'পাল্টিমার'। আপনি একজন পাল্টিমার এবং ক্ষমতালোভী মানুষ।' দেখুন ভিডিও...