/anm-bengali/media/media_files/84LmO3kBs2n48Rqv1PvE.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ বিজেপিকে হারিয়ে কর্ণাটকে জয় ছিনিয়ে নিয়েছে কংগ্রেস (Congress)। কর্ণাটকে নতুন নেতাদের কবে শপথগ্রহণ অনুষ্ঠান হবে এবং আগামী মুখ্যমন্ত্রী কে হবেন তা নিয়ে ইতিমধ্যে আলোচনা শুরু করেছে কংগ্রেস বলে খবর। এরই মাঝে কংগ্রেসকে অভিনন্দন জানালেন তামিলাড়ু বিজেপির (BJP) রাজ্য সভাপতি কে আন্নামালাই। তিনি আজ রবিবার এক টুইট বার্তায় লেখেন, 'কংগ্রেসকে অভিনন্দন কর্ণাটকে জনগণের ম্যান্ডেট পাওয়ার জন্য। আশা করছি কংগ্রেস কর্ণাটকে সব প্রতিশ্রুতি পূরণ করবে। কর্ণাটকে (Karnataka) বিজেপি নেতা ও কার্যকর্তাদের সঙ্গে কাজ করতে পারাটা আমার কাছে দারুণ সৌভাগ্যের ব্যাপার ছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আপনি সত্যিই সকলের কাছে অনুপ্রেরণাদায়ক। আমরা দৃঢ়ভাবে আবার কর্ণাটকে ফিরে আসব।'
Congrats to @INCKarnataka for getting the people’s mandate in Karnataka. Best wishes for them to deliver on their promises.
— K.Annamalai (@annamalai_k) May 14, 2023
It was a great privilege to work along with @BJP4Karnataka’s hardworking Karyakartas & leaders. You are truly inspiring & we will bounce back strongly!…
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us