/anm-bengali/media/media_files/oWpb9JPv6huX9RoGULYM.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ আগামী ২৮ মে নতুন সংসদ ভবনের উদ্বোধন করার কথা রয়েছে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যদিও এই উদ্বোধনী অনুষ্ঠান বয়কটের সিদ্ধান্ত নিয়েছে দেশের ২০টি দল। এবার তাঁদের উদ্দেশ্যে কড়া বার্তা দিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা (JP Nadda)। তিনি আজ শুক্রবার এক টুইট বার্তায় জেপি নাড্ডা লেখেন, ‘নতুন সংসদ ভবনের উদ্বোধন বয়কট কারী বেশিরভাগ দলের মধ্যে কী সম্পর্ক রয়েছে জানেন? উত্তরটি সহজ - তারা রাজবংশ পরিচালিত রাজনৈতিক দল, যাদের রাজতন্ত্রের পদ্ধতিগুলি আমাদের সংবিধানের প্রজাতন্ত্র এবং গণতন্ত্রের নীতিগুলির সাথে মেলে না। এই পরিবারতান্ত্রিক দলগুলি, বিশেষত কংগ্রেস (Congress) এবং নেহরু-গান্ধী রাজবংশ, একটি সহজ সত্য হজম করতে অক্ষম যে ভারতের জনগণ নম্র পটভূমি থেকে আসা একজন ব্যক্তির উপর তাদের আস্থা রেখেছে।‘
What connects most parties which are boycotting the inauguration of the new Parliament building?
— Jagat Prakash Nadda (@JPNadda) May 26, 2023
The answer is simple- they are dynasty run political parties, whose monarchic methods are at loggerheads with the principles of republicanism and democracy in our Constitution.