রাহুল গান্ধী জেলে! বড় জয় পেল মানুষ, বলল বিজেপি

আজ বৃহস্পতিবার 'মোদী পদবী' নিয়ে সুরাটের দায়রা আদালত রাহুল গান্ধীর (Rahul Gandhi) আবেদন খারিজ করে দিয়েছে। আর এই ঘটনা নিয়ে ফের একবার মন্তব্য করল বিজেপি (BJP)।

author-image
SWETA MITRA
New Update
sambit rahul.jpg

নিজস্ব সংবাদদাতাঃ আজ বৃহস্পতিবার 'মোদী পদবী' নিয়ে সুরাটের দায়রা আদালত রাহুল গান্ধীর (Rahul Gandhi) আবেদন খারিজ করে দিয়েছে। আর এই ঘটনা নিয়ে ফের একবার মন্তব্য করল বিজেপি (BJP)। এদিন এক সাংবাদিক বৈঠকে বিজেপির মুখপাত্র সম্বিত পাত্র (Sambit Patra) বলেন, 'মানহানির মামলায় রাহুল গান্ধীর 'মোদী পদবী' নিয়ে মন্তব্যের জন্য তাঁর সাজা স্থগিত করার অনুরোধ প্রত্যাখ্যান করা ভারতের সাধারণ মানুষের জন্য একটি বড় জয়। এটি অনগ্রসর শ্রেণীর জন্য উদযাপনের মুহূর্ত।'