New Update
/anm-bengali/media/media_files/Sjk2XBUeylXLIrGrn2q7.png)
নিজস্ব সংবাদদাতা: ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে কৌশলী সিদ্ধান্ত কেন্দ্র সরকারের। 'উজ্জ্বলা' প্রকল্পে কমতে চলেছে রান্নার গ্যাসের দাম। ২০০ টাকা থেকে বাড়িয়ে ৪০০ টাকা ভর্তুকি দেওয়ার সিদ্ধান্ত নিতে চলেছে মোদি সরকার। অর্থাৎ 'উজ্জ্বলা' প্রকল্পে সিলিন্ডার পিছু আরও ২০০ টাকা করে রান্নার গ্যাসের দাম কমে যেতে পারে। ১ সেপ্টেম্বর থেকে এই সিদ্ধান্ত কার্যকর হতে পারে।
/anm-bengali/media/media_files/jVPyQ9hjspKvczWuO0m9.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us