নিজস্ব সংবাদদাতা: বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের সরকার জিতে গেল ফ্লোর টেস্ট। বিরোধীদের পরিকল্পনা ও তোড়জোড় ভেস্তে গেল।
ফ্লোর টেস্টে বিরোধীরা জেতার আশা রাখলেও ১২৯ জন বিধায়ক নীতিশ কুমারকে সমর্থন করার পরে তিনিই জিতেছেন ফ্লোর টেস্ট। ফলে বিহারে বিজেপির কর্তৃত্বই বজায় থাকল।