এগরায় ব্লাস্টে ক্ষতবিক্ষত মূল অভিযুক্ত ভানু! ওই অবস্থাতেই পালান বাইকে

এগরায় ভয়াবহ বিস্ফোরণের পর অবশেষে গ্রেফতার হয়েছেন মূল অভিযুক্ত ভানু বাগ। কিন্তু এই মুহূর্তে তিনি নার্সিংহোমে রয়েছেন কারণ শরীরের বিভিন্ন জায়গা পুড়ে গিয়েছে।

author-image
Anusmita Bhattacharya
New Update
bhanu

নিজস্ব সংবাদদাতাঃ এগরায় (Egra) ভয়াবহ বিস্ফোরণকাণ্ডে (Blast) ২ দিনের মাথায় পাকড়াও করা হয়েছে মূল অভিযুক্ত ভানু বাগকে (Bhanu Bag)। ভিন রাজ্যে পালিয়েও ভানু পড়লেন জালে। কটকের রুদ্র নার্সিংহোমে (Cuttack Nursing Home) পাকড়াও করা হয়েছে কৃষ্ণপদ বাগ ওরফে ভানুকে। সাদা পোশাকে হানা দিয়ে পাকড়াও ভানুসহ তাঁর ছেলে ও ভাইপো। জানা গেছে যে এই মুহূর্তে ওড়িশার কটকের নার্সিংহোমে পুলিশি নজরদারিতে রয়েছেন ভানু। মাথা, মুখ, হাত এবং শরীরের নানা জায়গায় সৃষ্টি হয়েছে ক্ষত। গুরুতর চোট থাকায় এখন কটকের নার্সিংহোমেই রাখা হবে তাঁকে। অবস্থা স্থিতিশীল হলে ভানুকে রাজ্যে (West Bengal) আনা হবে বলে জানা গেছে। 

জানা গেছে যে বিস্ফোরণের পর ধরা পড়ার ভয়ে ঘটনাস্থলেই মোবাইল বন্ধ করে দেন তিনি। তারপর বিস্ফোরণের ক্ষত নিয়েই বাইকে ২৫০ কিলোমিটার পাড়ি দিয়ে ভিন রাজ্যে চলে যান তিনি। কিন্তু ফোন বন্ধ করে, ভিন রাজ্যে পাড়ি দিয়েও হলো না শেষ রক্ষা।