PANCHAYAT BREAKING: বোমা, গুলি...ঝরল রক্ত! পিছু হটল পুলিশ

মনোনয়ন পর্ব ঘিরে আজও উত্তপ্ত ভাঙড়। আবার শুরু হল নতুন করে উত্তেজনা, অশান্তি। সকাল সকাল বোমার আওয়াজে তটস্থ সাধারণ মানুষ। আজ মনোনয়ন জমা দেওয়ার কথা আইএসএফের।

author-image
Anusmita Bhattacharya
New Update
Breaking News

নিজস্ব সংবাদদাতা: মনোনয়ন ঘিরে আজও অশান্ত ভাঙড়, ঝরল রক্ত। সকাল সকাল বিজয়গঞ্জ বাজারের কাছে ৫৫টি বোমা পড়ার অভিযোগ উঠে এসেছে। ২ নম্বর বিডিও অফিসের অদূরে ৭ রাউন্ড গুলি চলার অভিযোগ। সেই সঙ্গে মুহুর্মুহু বোমার আওয়াজ। রণক্ষেত্র বিজয়গঞ্জ বাজার লাগোয়া মাঠ এলাকা। ছোটাছুটি শুরু করে দিয়েছে পুলিশ। বোমার মুখে পড়ে পিছু হটতে বাধ্য হল পুলিশ কর্মীরা। সাধারণ মানুষ রয়েছেন আতঙ্কে।