/anm-bengali/media/media_files/2025/04/24/D8GqEhEUrL9zb1U2OdTR.jpg)
নিজস্ব সংবাদদাতা : অটারি সীমান্ত বন্ধের সিদ্ধান্তে প্রভাব পড়তে চলেছে ভারত-পাকিস্তান সীমান্তবর্তী ব্যবসায়। তবে এই সিদ্ধান্তকে সম্পূর্ণভাবে সমর্থন জানিয়েছেন পাঞ্জাবের ব্যবসায়ীরা। তাঁদের মতে, ব্যবসায় কিছুটা ক্ষতি হলেও দেশের নিরাপত্তা এবং প্রধানমন্ত্রীর সিদ্ধান্তই সবার আগে।
/anm-bengali/media/media_files/2025/04/23/1000192484-801775.jpg)
একজন পাঞ্জাবি ব্যবসায়ী বলেন, "হ্যাঁ, ব্যবসার উপর প্রভাব পড়বে। আমদানি-রপ্তানিতে সমস্যা হবে, কিন্তু আমরা প্রধানমন্ত্রীর সঙ্গে আছি। উনি দেশের নিরাপত্তা এবং স্বার্থ দেখেই সিদ্ধান্ত নিয়েছেন। আমরা সেটার পাশে আছি।" এছাড়া আরো অনেকে জানিয়েছেন যে, সীমান্ত দিয়ে যেসব পণ্য আদান-প্রদান হতো, তা বন্ধ হলে অনেক ক্ষুদ্র ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হবেন। তবে জাতীয় স্বার্থে তাঁদের এই ত্যাগ স্বেচ্ছায় মেনে নেওয়া উচিত।
ব্যবসায়ীদের তরফে আরও জানানো হয়েছে, পরিস্থিতি স্বাভাবিক হলে আবারও বাণিজ্য চালু হবে, তবে এখন দেশের সুরক্ষাই সবচেয়ে বড় বিষয়। এই সিদ্ধান্তে আপাতত কিছু সমস্যার মুখে পড়লেও, দেশের স্বার্থেই ব্যবসায়ীরা ঐক্যবদ্ধভাবে প্রধানমন্ত্রীর পাশে থাকার বার্তা দিয়েছেন।
"Business will be affected, but we stand with PM Modi's decision": Punjab traders on closure of Attari border
— ANI Digital (@ani_digital) April 24, 2025
Read @ANI Story | https://t.co/3qI5lGSUce#Punjab#Attari#PMModi#PahalgamAttackpic.twitter.com/ivzSXmgy7P
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us