New Update
/anm-bengali/media/media_files/6qur8CqJ9ph4mHKyfLxg.webp)
নিজস্ব সংবাদদাতা: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের Ragging মুক্ত ক্যাম্পাসের দাবির মধ্যেই আবার Ragging নিয়ে নতুন অভিযোগ উঠে এল গুরুদাস কলেজে। গুরুদাস কলেজে Ragging- এর অভিযোগ পড়ুয়ার। যাদবপুর বিতর্কের মধ্যেই আবার শুরু হল নতুন বিতর্ক। জানা গেছে যে আক্রান্ত পড়ুয়া ইউজিসিকে সরাসরি অভিযোগ জানিয়েছে। কলেজকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে চক্রান্তের তত্ত্ব বলছে অভিযুক্ত তৃণমূল ছাত্র পরিষদের নেতা সোহম চক্রবর্তী। ইউজিসির নির্দেশ মেনে রিপোর্ট পাঠানো হচ্ছে, এমনটাই জানালেন কলেজের অধ্যক্ষ।
/anm-bengali/media/media_files/jVPyQ9hjspKvczWuO0m9.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us